চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ইউনিট সম্মেলনের অনিয়মের অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেয়ার জন্য কেন্দ্রীয় নেতাদের গঠিত ৬ সদস্যের রিভিউ কমিটির প্রথম সভা আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। নগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিটি মেয়র রেজাউল করিম চৌধুরীর বহদ্দারহাটস্থ বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এই রিভিউ কমিটির কাজ হল- ইউনিট সম্মেলন নিয়ে যে সব অভিযোগ উঠেছে সেগুলো এখানে বসে (নগর আওয়ামীলীগের ৬ নেতা) যতটুকু সম্ভব সমাধান করা এবং যে গুলো সমাধান করা সম্ভব হবে না সেই বিষয় গুলো রিপোর্ট আকারে কেন্দ্রীয় নেতাদের কাছে পাঠানো। এছাড়াও নগরীর ১৪ থানা ও থানাধীন ওয়ার্ড সমূহকে সম্মেলন উপযোগী করে তোলার জন্য মহানগর নেতৃবৃন্দের সমন্বয়ে ১৪টি সাংগঠনিক টিম গঠনেরও নির্দেশনা রয়েছে কেন্দ্রীয় নেতাদের।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের চলমান ইউনিট সম্মেলন নিয়ে সৃষ্ট বিরোধ নিরসনে গত ১৬ জানুয়ারি কেন্দ্রীয় নেতাদের সাথে ঢাকায় মহানগর আওয়ামীলীগের শীর্ষ নেতাদের বৈঠকে ৬ সদস্যের রিভিউ কমিটি গঠন করা হয় এবং এই নির্দেশনা দেয়া হয়।
৬ সদস্যের রিভিউ কমিটির আজকের সভার ব্যাপারে নগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরী আজাদীকে জানান, শুক্রবার দুপুরে মেয়র রেজাউল সাহেবের বাসায় আমরা বসবো। এদিকে রিভিউ কমিটির অপর সদস্য নগর আওয়ামীলীগের জ্যেষ্ঠ সহ সভাপতি মুক্তিযোদ্ধা নঈম উদ্দিন চৌধুরী আজাদীকে জানান, ইউনিট সম্মেলন নিয়ে যে সব অভিযোগ উঠেছে সেগুলো সমাধানের জন্য আমাদের ৬ সদস্যের রিভিউ কমিটির পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী শুক্রবার মেয়র রেজাউল করিম চৌধুরীর বাসায় বৈঠক আছে। এই বৈঠকে ওয়ার্ড ও থানা কমিটির সম্মেলনের ব্যাপারে ১৪ থানায় ১৪টি সাংগঠনিক টিমও গঠন করা হবে।