রিভার বিরুদ্ধে দুই ছাত্রীকে আটকে স্বীকারোক্তি আদায়ের অভিযোগ

অডিও ফাঁস

| বৃহস্পতিবার , ২৫ আগস্ট, ২০২২ at ৫:৩৭ পূর্বাহ্ণ

ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি তামান্না জেসমিন রিভার অডিও ফাঁসের সঙ্গে জড়িত থাকার স্বীকারোক্তি আদায় করতে দুই ছাত্রীকে ৬ ঘণ্টা আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে। এসময় তাদের উলঙ্গ করে ভিডিও করে ভাইরাল করে দেওয়ার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন শিক্ষার্থীরা। খবর বিডিনিউজের।
তবে এসব অভিযোগ ‘মিথ্যা’ দাবি করে রিভা জানান, তাকে নানা ধরনের অপবাদ দিয়ে বিতর্কিত করার চেষ্টা করছেন হলের কয়েকজন নেত্রী। সাংগঠনিক কর্মসূচিতে অংশ না নেওয়ায় সমপ্রতি কলেজের রাজিয়া বেগম ছাত্রীনিবাসের ছাত্রীদের নিজ কক্ষে ডেকে নিয়ে অকথ্য ভাষায় গালাগালির অডিও ফাঁস হওয়ার পর ক্ষমাও চেয়েছেন তামান্না জেসমিন রিভা। রিভা যাদের গালাগালি করেছেন, তারা রাজিয়া হলের ২০২ নম্বর কক্ষে থাকতেন। সেই কক্ষে থাকেন চার শিক্ষার্থী। ফাঁস হওয়া অডিওটি শুক্রবার সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে পরদিন চারজনের মধ্যে দুজন হল ছেড়ে দেন। বাকি দুই শিক্ষার্থীর অভিযোগ, মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রিভা তাদের বঙ্গমাতা হলের ১১০৭ নম্বর কক্ষে ডেকে নিয়ে যান। সেখানে তাদের বিকল সাড়ে ৫টা পর্যন্ত আটকে রাখেন। এসময় অডিওটি কে ফাঁস করেছে, তা বলার জন্য দফায় দফায় ‘খারাপ ভাষায় গালাগালি’ ও ‘মানসিক নির্যাতন’ করেন বলেও অভিযোগ করেন ওই দুই ছাত্রী।

পূর্ববর্তী নিবন্ধদুই বোন আত্মসাৎ করেন ৬৪ কোটি টাকা
পরবর্তী নিবন্ধপর্যায়ক্রমে ম্যানুয়াল দাখিলা বন্ধ করার নির্দেশ ভূমিমন্ত্রীর