বাংলাদেশের সংবাদ মাধ্যমের স্বাধীনতা বিষয়ে রিপোর্টার্স উইদাউট বর্ডারসের প্রতিবেদন বিভ্রান্তিকর ও অগ্রহণযোগ্যে উল্লেখ করে প্রতিবেদনের নিন্দা জানিয়েছে চট্টগ্রাম প্রেস ক্লাব। এক বিবৃতিতে প্রেসক্লাব সভাপতি আলী আব্বাস ও সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ ওই প্রতিবেদনের নিন্দা জানান। এ বিষয়ে প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশে বর্তমানে স্বাধীনতার পক্ষের সরকার দেশ পরিচালনা করছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের কল্যাণে একাধিক আইন প্রণয়ন করেছেন। তিনিই সাংবাদিক কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা। বিশেষ একটি মহল সাংবাদিকতার স্বাধীনতা নিয়ে যে বিভ্রান্তিকর প্রতিবেদন করেছে আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় সাংবাদিকবান্ধব ছিলেন, এখনও গণমাধ্যমের বিকাশ এবং সাংবাদিকদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার চার মেয়াদের শাসনামলে বেসরকারি খাতে টেলিভিশনের লাইসেন্স প্রদান, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠা, অনলাইন নিউজ পোর্টাল সুষ্ঠুভাবে পরিচালনা, নীতিমালা প্রণয়নসহ গণমাধ্যমের বিকাশে নানা ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়। রিপোর্টার্স উইদাউট বর্ডারসের প্রতিবেদনে সংবাদমাধ্যম বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থানকে ভুলভাবে চিত্রিত করা হয়েছে। যা দুঃখজনক ও উদ্দেশ্যপ্রণোদিত। প্রেস বিজ্ঞপ্তি।