নগরীর রিডার্স স্কুল এন্ড কলেজে উদ্যোগে ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং কেয়া গোল্ড মেডেলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী প্রতিষ্ঠানের চেয়ারম্যান মঈনুদ্দীন কাদের লাভলুর সভাপতিত্বে গতকাল শনিবার স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ এএইচ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমেদ, অধ্যক্ষ নজরুল ইসলাম খান, অধ্যক্ষ মোস্তফা রেজাউল মুনির, লায়ন শফিকুর রহমান চৌধুরী। উপাধ্যক্ষ আব্দুল্লাহ ওমর ফারুকের সঞ্চালনায় আলোচনা অংশ নেন সিনিয়র শিক্ষক জাহাঙ্গীর হোসেন, রাবেয়া ইয়াসমিন, রনি কুমার নাথ, রাসেল আমিন, জাকিয়া উম্মে তোহফা প্রমুখ। বক্তারা বলেন, শিক্ষাব্যবস্থা পুনরুজ্জীবিত করতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে মূল ভূমিকা রাখতে হবে। অনুষ্ঠানে ২০১৯ সালের কিন্ডারগার্টেন এডুকেশন এসো.র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট,সনদ ও অর্থ পুরস্কার তুলে দেয়া হয়। সমাপনী অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুস সোবহান। প্রেস বিজ্ঞপ্তি।