রিজওয়ানের ব্যাটে টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে গেল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ২২ এপ্রিল, ২০২১ at ১১:৪১ পূর্বাহ্ণ

মোহাম্মদ রিজওয়ানের অনবদ্য ব্যাটিংয়ে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ১১ রানে জয় পেয়েছে পাকিস্তান। ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাবর আজমরা। বুধবার হারারে স্পোর্টস ক্লাবে প্রথমে ব্যাট করা পাকিস্তান নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৪৯ রান করে। জবাবে ৭ উইকেট হারিয়ে ১৩৮ রানে থামে জিম্বাবুয়ের ইনিংস। ১৫০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় জিম্বাবুয়ে। দলের হয়ে সর্বোচ্চ ২৩ বলে ৩৪ রান করেন ক্রেইগ আরভিন। শেষদিকে লুক জঙ্গে ২৩ বলে ৩০ রানের অপরাজিত ইনিংস খেললেও দলকে জেতাতে পারেননি। এছাড়া ২৯ রান করেন ওপেনার তিনাশে কামুনহুকাময়ে। পাকিস্তানি বোলারদের মধ্যে ৩ উইকেট নেন উসমান কাদির। ২ উইকেট পান মোহাম্মদ হাসনাইন। এছাড়া একটি করে উইকেট পান হারিস রউফ ও মোহাম্মদ হাফিজ। টস হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি পাকিস্তান। দলীয় ৮ রানে অধিনায়ক বাবর আজমকে হারায় দলটি। দলের অন্য ব্যাটসম্যানরাও আসা-যাওয়ার মিছিলে ব্যস্ত থাকেন। তবে একপ্রান্ত আগলে রেখে ব্যাট করে যান ওপেনার রিজওয়ান। শেষ পর্যস্ত তিনি ৬১ বলে ১০টি চার ও একটি ছক্কায় ৮২ রানে অপরাজিত থাকেন। ম্যাচ সেরার পুরস্কারও ওঠে তার হাতে। জিম্বাবুয়ে বোলার জঙ্গে ও উইসলে মাধেভেরে দুটি করে উইকেট পান।

পূর্ববর্তী নিবন্ধপ্রথম জয়ের দেখা পেলো হায়দরাবাদ
পরবর্তী নিবন্ধসরে গেল অনেক ক্লাব অনিশ্চয়তায় সুপার লিগ