রাজপথে, বিভিন্ন অলিগলিতে যাদের ঝরে ঘাম,
নাম আছে, রিকশা চালায়, রিকশাওয়ালা তার নাম।
রুগ্ন শরীর, ক্লান্ত দেহ, দুর্বল মন,
জানে শুধু চালাতে হবে সারাক্ষণ।
বাবুরা বসে খুশিতে ভরে মন
কত আর, বড়জোর সত্তর আশি?
ভঙ্গুর পথে টানে জীবন বাজি রাখি।
গ্রীষ্মের খরতাপে, বর্ষার ঝড়ে, শীতে কাঁপে শরীর অন্তর,
সবকিছু উপেক্ষা করে, চালায় বিরামহীন নিরন্তর।
সারাদিন পরিশ্রমের পর জোটে শুধু শাকান্ন,
মেনে নেয় ভাগ্যের এই নির্মম পরিহাস।
সুন্দর সুখের স্বপ্ন নিয়ে আর কতকাল চলতে হবে পথ পানে
দিতে পারবো না প্রতিদান,
কষ্টে গাহি তোমাদেরি গান।