রিকশা থামিয়ে ছিনতাইকালে আটক ২

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৮ আগস্ট, ২০২২ at ৮:১৩ পূর্বাহ্ণ

রাস্তা অবরোধ করে রিকশাযাত্রীর কাছ থেকে মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার সময় দুই ছিনতাইকারীকে আটক করেছে পাঁচলাইশ থানা পুলিশ। গতকাল বুধবার বিকেল ৩টার দিকে নগরের পাঁচলাইশ থানাধীন মোহাম্মদপুর মাজার গেটের মুখে ফ্লাইওভারের নিচে ছিনতাই চেষ্টাকালে তাদের আটক করা হয়। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, সাকিল নামের এক যুবক বিকেল ৩টার দিকে মোহাম্মদপুর মাজার গেটের মুখে ফ্লাইওভারের নিচে রিকশা থেকে নামেন। এ সময় মো. রাজু (২৬), শরাফত আমিন (২৫), মো. আরমান (৩০) নামের তিন ছিনতাইকারী তার পথরোধ করে। তারা সাকিলকে ভয়ভীতি দেখিয়ে ও মারধর করে মোবাইল, টাকা হাতিয়ে নেয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পাঁচলাইশ থানা পুলিশ। আরেকজন পালিয়ে যায়।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন মজুমদার বলেন, ঘটনার খবর শুনে পাঁচলাইশ থানার একটি টিম ঘটনাস্থল থেকে ছিনতাইকারীদের গ্রেপ্তার করে। পরে তাদের কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ও টাকা উদ্ধার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়া সরকারি কলেজে গেইট নির্মাণ হচ্ছে
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে আসার আহবান