রিং নেবুলার চোখ ধাঁধানো ছবি দেখাল জেমস ওয়েব

| বুধবার , ২৩ আগস্ট, ২০২৩ at ১০:৩৫ পূর্বাহ্ণ

রিং নেবুলার এমন ‘ডিটেইলড’ ছবি আগে কেউ দেখেনি, যেমনটা সম্প্রতি তুলেছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। পৃথিবী থেকে প্রায় আড়াই হাজার আলোকবর্ষ দূর বিশ হাজার ঘন হাইড্রোজেন মেঘের সমষ্টি এই নীহারিকাটি এম৫৭ এবং এনজিসি ৬৭২০ নামেও পরিচিত। প্রথম ছবিটি এনআইআরক্যাম (নিয়ার ইনফ্রারেড ক্যামেরা) দিয়ে তোলা হয়েছে। সেটি জেমস ওয়েব টেলিস্কোপের একটি প্রাথমিক সেন্সর যা অবলোহিত রশ্মির কাছাকাছি আলো শনাক্ত করতে পারে এবং অসম্ভব নিঁখুত ছবি তুলতে পারে। এনআইআর ক্যামেরা এর আগে পিলারস অফ ক্রিয়েশনেরও উচ্চ রেজুলিউশনের ছবি ধারণ করেছে। দ্বিতীয় ছবিটি টেলিস্কোপটির এমআইআরআই ব্যবহার করে ধারণ করা হয়েছে। নীহারিকাটির পরিধির বাইরে প্রায় ১০টির মতো বৃত্ত এতে ফুটে উঠেছে। খবর বিডিনিউজের।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৯.৮৪ কোটি টাকা
পরবর্তী নিবন্ধগ্রিসে দাবানল, জঙ্গল থেকে মিলল ১৮ লাশ