রাহাত্তারপুলে ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:২৪ পূর্বাহ্ণ

সক্রিয় ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে চান্দগাঁও থানা পুলিশ। ধৃতরা হলেন মো. মিজান (২০), মো. রাশেদ (২১), মো. হৃদয় (১৯) ও মো. শ্রাবণ মিয়া (১৯)। গতকাল রোববার সকাল ৭টার দিকে এক কিলোমিটার রাহাত্তারপুল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

চান্দগাঁও থানার ওসি মো. আফতাব উদ্দিন জানান, ধৃতরা একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্য। তারা নগরের বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় মামলা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপ্রমিতি সাংস্কৃতিক একাডেমির আবৃত্তি বিভাগের সমাবর্তন
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম এডিটরস ক্লাবের সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন