রাস্তায় হামাগুড়ি দেয়া প্রতিবন্ধী যুবক পেল হুইল চেয়ার

আজাদী প্রতিবেদন | সোমবার , ৪ জানুয়ারি, ২০২১ at ১১:১৭ পূর্বাহ্ণ

লোহাগাড়া উপজেলা সদরে রাস্তায় হামাগুড়ি দেয়া শারীরিক প্রতিবন্ধী যুবক মো. তৌহিদুল ইসলাম (২৫) পেয়েছেন হুইল চেয়ার। গত শনিবার বিকেলে অসহায়ত্বের অবস্থা দেখে এগিয়ে আসেন জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সদস্য ও উপজেলা বিআরডিবির চেয়ারম্যান আরমান বাবু রোমেল। তৌহিদুল ইসলাম উপজেলার চুনতি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দক্ষিণ সাতগড় এলাকার ফজল করিমের ছেলে।
জানা যায়, মা জাহানারা বেগমের সাথে প্রতিবন্ধী যুবক তৌহিদুল ইসলাম উপজেলা সদর বটতলী মোটর স্টেশনে আসেন। বাড়ি ফেরার জন্য মহাসড়কের পাশে হামাগুড়ি দিয়ে গাড়ি খুঁজছিলেন। এমন করুণ অবস্থা আরমান বাবু রোমেলের দৃষ্টিগোচর হয়। তিনি তাৎক্ষণিকভাবে উপজেলা সমাজসেবা কর্মকর্তার সাথে কথা বলে একটি হুইল চেয়ার ব্যবস্থা করে দেন।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে সেকান্দার শাহের (রহ.) ইছালে ছাওয়াব মাহফিল
পরবর্তী নিবন্ধধর্মীয় সম্প্রীতি বজায় রাখুন : রানা দাশগুপ্ত