রাস্তার পাশে টং বেঁধে বখাটেদের আড্ডা, উচ্ছেদ করল প্রশাসন

লোহাগাড়া প্রতিনিধি | শুক্রবার , ৪ নভেম্বর, ২০২২ at ৬:১৮ পূর্বাহ্ণ

লোহাগাড়া সদর ইউনিয়নের শাহপীর সড়কে স্কুল সংলগ্ন এলাকায় বখাটেদের আড্ডাখানা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্ল্যাহ।
জানা যায়, রাস্তার পাশে টিন, গাছ ও বাঁশ দিয়ে টং বেঁধে একদল বখাটে প্রায় সময় আড্ডা দিত। উক্ত টংয়ের সামনে দিয়ে শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়, মোস্তফা বেগম গার্লস স্কুল এন্ড কলেজ ও মোস্তফা বেগম গার্লস টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের শিক্ষার্থীরা যাতায়াত করে। সুযোগ বুঝে টংয়ে বসে বখাটেরা স্কুল-কলেজগামী ছাত্রীদের উত্যক্ত করত। এছাড়া ওই টংয়ে বসে বখাটেরা মাদক সেবন করত বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্ল্যাহ জানান, খবর পেয়ে অভিযান চালিয়ে সরকারি রাস্তার জায়গা দখল করে নির্মিত অবৈধ স্থাপনা ও বখাটেদের আড্ডাখানা উচ্ছেদ করা হয়েছে।
অভিযানে লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এম. ইব্রাহিম কবির, ওসি মুহাম্মদ আতিকুর রহমান, সদর ইউপি চেয়ারম্যান নুরুচ্ছফা চৌধুরী ও স্থানীয় ইউপি সদস্য জাফর আহমদ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধএস্ট্রলজার্স সোসাইটির শোকসভা
পরবর্তী নিবন্ধমীরসরাই এসোসিয়েশন কার্যনির্বাহী পরিষদের সভা