চন্দনাইশে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় পিকআপের ধাক্কায় প্রাণ হারালেন এক বৃদ্ধ। তার নাম অনিল আচার্য্য (৮০)।
আজ বৃহস্পতিবার (৪ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার কাঞ্চনাবাদস্থ রওশন হাট বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
দোহাজারী হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পটিয়া উপজেলার মুজাফফরাবাদ এলাকার মৃত কৃষ্ণ আচার্য্যের পুত্র অনিল আচার্য্য ব্যক্তিগত কাজে বিকেলে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ এলাকায় আসেন।
তিনি বিকেলে কাজ শেষে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এসময় চট্টগ্রামমুখী দ্রুতগতির একটি পিকআপ তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনি প্রাণ হারান।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আবদুর রব জানান, চট্টগ্রামমুখী একটি পিকআপের ধাক্কায় বৃদ্ধ অনিল আচার্য্য নামে ঐ ব্যক্তি ঘটনাস্থলে মারা যান। ঘটনার পরপর পিকআপটি পালিয়ে গেলেও পটিয়ায় স্থানীয়রা এটিকে আটক করে। এ ব্যাপারে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।