রাস্তার টেকসই সংস্কার চাই

| মঙ্গলবার , ১২ আগস্ট, ২০২৫ at ৬:২৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলার সর্ববৃহৎ উপজেলা ফটিকছড়ির উত্তরে অবস্থিত ১ নং বাগান বাজার ইউনিয়ন। অত্র ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ডের ‘চৌকিদারের ভান্তি’ এই নামেই পরিচিত রাস্তাটি বর্ষার মৌসুমে শতশত মানুষের দুর্ভোগ সৃষ্টি করে।

রাস্তায় কাদা আর পিচ্ছিল মাটি, দেখলে মনে হয় এ কোনো রাস্তা নয়, যেন এক খণ্ড ধান রোপনের জমি। বিশেষ করে নারীদের জন্য এই পথ যেন এক দুঃস্বপ্ন। সিএনজি বা বড় গাড়ি চলাচল তো দূরের কথা, পায়ে হেঁটে চলাই মুশকিল। কেউ অসুস্থ হলে হাসপাতালে নেওয়ার উপায় নেই। কত মানুষ যে বিনা চিকিৎসায় ধুঁকে ধুঁকে মরছে, তার খবর কে রাখে! এই আধুনিক যুগেও এমন দুর্দশা যেন অবিশ্বাস্য!

এলাকার জনপ্রতিনিধি বা প্রশাসনের কানে এই আর্তনাদ পৌঁছায় না। নির্বাচনের সময় বড় বড় প্রতিজ্ঞা শোনা যায়। কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না। অনতিবিলম্বে রাস্তাটি টেকসই সংস্কারের জন্য উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

মো: মাহাদী হাছান

সহকারী শিক্ষক (আইসিটি)

শহীদনগর সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধহুমায়ুন আজাদ : বহুমাত্রিক লেখক
পরবর্তী নিবন্ধআগের দিনের শৈশব ও আজকের শৈশব