রাস্তায় মানুষ বলছে, আপনারা আরও পাঁচ বছর থাকেন : স্বরাষ্ট্র উপদেষ্টা

| শুক্রবার , ১১ এপ্রিল, ২০২৫ at ১১:০০ পূর্বাহ্ণ

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী দাবি করেছেন, সাধারণ মানুষের মতে, আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে ভালো হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ওই রাস্তা থেকে আমারে বলতেছিল, আপনারা আরো পাঁচ বছর থাকেন। গতকাল বৃহস্পতিবার সুনামগঞ্জ সফরকালে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। খবর বিবিসি বাংলার।

এর আগে সিলেট বিমানবন্দর থানা পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভবিষ্যতে আর কোনো সংঘবদ্ধ মব সহ্য করা হবে না। কেউ আইন নিজের হাতে তুলে নিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। বিভিন্ন কারণে পুলিশের যানবাহনসহ আনুষঙ্গিক সুবিধাদির কিছুটা ঘাটতি থাকায় অনেক সময় পুলিশের অ্যাকশন নিতে দেরি হয় বলে উল্লেখ করেন জাহাঙ্গীর আলাম চৌধুরী। আপনারা জানেন, পাঁচই আগস্ট পুলিশের অনেক থানা ও গাড়ি জ্বালিয়েপুড়িয়ে দেয়া হয়েছে। আর আমরাও এখনো তাদেরকে নতুন গাড়ি দিতে পারিনি। তবে বিভিন্ন জায়গা থেকে পুরনো গাড়ি সংগ্রহ এবং কিছু নতুন গাড়ি ক্রয়ের মাধ্যমে সে ঘাটতি পূরণের চেষ্টা চলছে, যোগ করেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধএসএসসি পরীক্ষা
পরবর্তী নিবন্ধবিএসসি থেকে রেকর্ডপত্র সংগ্রহ দুদকের