রাস্তায় গাড়ি পার্কিং ও শহর এলাকার বাসের যত্রতত্র দাঁড়ানো বন্ধ করা হোক

| সোমবার , ১৬ সেপ্টেম্বর, ২০২৪ at ৫:২৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম শহরে রাস্তায় যেখানে সেখানে গাড়ি পার্কিং এখন রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে। যেন দেখার কেউ নেই বলার কেউ নেই। রাস্তা বড় করা হচ্ছে কিন্তু এর সুফল জনগণ পাচ্ছে না, কোনো কোনো রাস্তায় ৩/৪ টি গাড়ি দাঁড়িয়ে থাকে। রাস্তায় গাড়ি পার্কিং না করার বিষয়ে কঠোরভাবে আইন প্রয়োগ করা গেলে শহরের যানজট থাকবে না। এই বিষয়ে সংশ্লিষ্টদের আন্তরিক ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে ট্রাক, ট্রলিগুলো রাস্তায় পার্কিং করে। বন্দরে চলাচল করা গাড়িগুলো রাস্তায় প্রায় সময় দাঁড়িয়ে থাকে। মাঝিরঘাট এলাকার অবস্থা আরো ভয়াবহ। গত কয়েক বছরে এখানে রাস্তায় যথেষ্ট প্রশস্ত করা হলেও রাস্তায় কয়েক স্তরে ট্‌্রাক দাঁড় করিয়ে রাখার ফলে প্রায় সময় যানজট লেগেই থাকে।

শহর এলাকার বাস গুলোর স্টপিজে দাঁড়ানোর কোনো নিয়ম কানুন মেনে চলার তোয়াক্কা করা হচ্ছে না। যাত্রী উঠা নামা করানোর জন্য মোড়ের মাঝখানে এমনভাবে দাঁড়ায় গলির ভিতর থেকে কোনো গাড়ি স্বাভাবিকভাবে বের হতে পারে না। ফলে গলির ভিতর থেকে বের হওয়ার জন্য খুবই বিরক্তকর অবস্থার মধ্যে পড়তে হয়। শহরের শেষ প্রান্ত হওয়ায় সিইপিজেড মোড় ও সল্টগোলা ক্রসিং এর মোড়ে এই সময় ভয়াবহ আকারে দেখা যাচ্ছে। বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মোহাম্মদ বদিউর রহমান

. মধ্য হালিশহর,

৩৮ নং ওয়ার্ড, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধরোনাল্ড রস : নোবেল বিজয়ী চিকিৎসা বিজ্ঞানী
পরবর্তী নিবন্ধঈদে মিলাদুন্নবী হয়ে উঠুক মুক্তির হাতিয়ার