রাস্তায় গাছের গুড়ি ফেলার সময় লোহাগাড়ায় শিবির নেতা আটক

আজাদী অনলাইন | সোমবার , ২০ নভেম্বর, ২০২৩ at ২:৫৮ অপরাহ্ণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে সারাদেশে বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার হরতালের সমর্থনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া অংশে গাছের গুড়ি ফেলার সময় শিবির নেতাকে আটক করেছে পুলিশ।

সোমবার (২০ নভেম্বর) ভোর আনুমানিক ছয়টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পুরাতন বিওসি এলাকায় গাছের গুড়ি ফেলে রাস্তা অবরোধের চেষ্টাকালে পুলিশের তৎপরতায় অবরোধকারীরা পালিয়ে যাওয়ায় সময় তাৎক্ষণিক ভাবে একজনকে আটক করা হয়।

আটককৃতের নাম শাহনেওয়াজ শরীফ সাকিব (২৩) তিনি উপজেলার চরম্বা ইউনিয়নের ১নং ওয়ার্ড নাছির মোহাম্মদ পাড়ার মোক্তার আহমদের পুত্র।

লোহাগাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম দৈনিক আজাদীকে বলেন, ভোর আনুমানিক ছয়টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পুরাতন বিওসি এলাকায় গাছের গুড়ি ফেলে রাস্তা অবরোধের চেষ্টাকালে পুলিশের তৎপরতায় অবরোধকারীরা পালিয়ে যাওয়ায় সময় তাৎক্ষণিক ভাবে শাহনেওয়াজ শরীফ সাকিব নামের এক জনকে আটক করা হয়েছে।

আটককৃত সাকিব চরম্বা ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি। এ ব্যাপারে তদন্ত পূর্বক যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তাঁকে লোহাগাড়া থানার মামলা নাম্বার ০৯(১০)২৩ অনুকূলে আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে জানতে জামায়াতে ইসলামী বাংলাদেশ লোহাগাড়া উপজেলা শাখার আমীর অধ্যাপক মোঃ আসাদ উল্লাহ্ ইসলামাবাদীর মোবাইলে কল দিলেও তিনি ফোন না ধরায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

পূর্ববর্তী নিবন্ধচমেক হাসপাতাল থেকে মহিলা দালাল গ্রেফতার
পরবর্তী নিবন্ধআনোয়ারা-কর্ণফুলী আসনে ভূমিমন্ত্রী জাবেদের মনোনয়ন পত্র সংগ্রহ