রাসেল ছিলো রাসেল আছে
বিশ্ব–ঘরে সকাল সাঁঝে
সকল ঘরের শিশুর মাঝে
রাসেল আছে বুকের কাছে।
ওড়ে যখন মেঘের খুকি
আকাশ জুড়ে নাচন–তারা
বাগান ভরা ফুলের ধারা
রাসেল সোনা দেয় যে উঁকি।
ঝরনা এখন কলম–তুলি
আঁকছে ঢেলে রক্ত–কালি
ভাঙছে মিথ্যে চোরাবালি
রাসেলকে আজ কেমনে ভুলি?