পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উপলক্ষে পশ্চিম বাকলিয়া সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে এ মাহফিল অনুষ্ঠিত হয় স্থানীয় মিয়াবাপের মসজিদে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মোহাম্মদ শামসুল আলম। বক্তব্যে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল একটি জাতির নয়, বরং সমগ্র মানবজাতির জন্য ছিলেন রহমতস্বরূপ। তাঁর জীবনাচরণ, বিনয়, সহানুভূতি ও ইনসাফ প্রতিষ্ঠার শিক্ষা আজকের সমাজে অত্যন্ত প্রাসঙ্গিক। আমাদের পরিবার, সমাজ ও রাষ্ট্রে শান্তি–সাম্য প্রতিষ্ঠার জন্য তাঁর আদর্শ অনুসরণ করা অত্যাবশ্যক। রাসূলের আদর্শ ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। তাহলেই মানবিক ও ধর্মীয় মূল্যবোধে সমৃদ্ধ একটি সমাজ গঠন সম্ভব।”
তিনি আরও বলেন, পশ্চিম বাকলিয়ার মতো এলাকায় সমাজকল্যাণমূলক এ ধরনের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। আমি আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানাই এবং এ ধরনের ধর্মীয় ও সামাজিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানাই।” অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পশ্চিম বাকলিয়া সমাজ কল্যাণ পরিষদের আহ্বায়ক মিজানুর রহমান। সঞ্চালনায় ছিলেন পরিষদের সদস্য সচিব মহিউদ্দিন মিজান। অনুষ্ঠানে পরিষদের সদস্যবৃন্দ ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তি ও তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণ ছিল লক্ষণীয়। এতে উপস্থিত ছিলেন সবুর, মাহামুদুর রহমান পাকি, আইয়ুব, শহিদ কাজেমি, জিয়াউর রহমান রনি, ফারুক, মো. সেলিম, জিয়া, খোকন, সোহেল, মো. রায়হান গনি, জাহেদ, আজিজ, শাকিল, আল–আমিন, ইমনসহ আরও অনেকেই। অনুষ্ঠানের শেষ অংশে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর কল্যাণ ও শান্তি কামনায় এক বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মসজিদভিত্তিক এমন আয়োজন সমাজে ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক ঐক্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথি ও আয়োজকগণ। প্রেস বিজ্ঞপ্তি।