রাসূল (সা.) পরিবারের আত্মত্যাগ আজ বিশ্বব্যাপী চিরস্মরণীয়

উত্তর কাট্টলীতে কারবালা মাহফিলের দশম দিবসে বক্তারা

| শুক্রবার , ১২ আগস্ট, ২০২২ at ৭:৫৪ পূর্বাহ্ণ

সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এম মনজুর আলমের উদ্যোগে ও আলহাজ্ব হোসনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনায় মাসব্যাপী শোহাদায়ে কারবালা মাহফিলের ১০ মহররম পবিত্র আশুরার দিন খতমে কুরআন, খতমে বুখারী, মিলাদ, আলোচনা, দোয়া ও মোনাজাতের মাধ্যমে উত্তর কাট্টলী মোস্তফা হাকিম কলেজ প্রাঙ্গণে সম্পন্ন হয় কারবালা মাহফিল। আহলে বায়তের স্মরণে স্মৃতিচারণ, আলোচনা সভা ও মোনাজাতের মাধ্যমে শেষ হয় আহলে বায়তের স্মরণে শোহাদায়ে করবালা মাহফিলের দশম দিবসের আয়োজন। দশম দিবসের অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মাইজভান্ডার দরবার শরীফ গাউছিয়া রহমান মঞ্জিলের সাজ্জাদানশীন শাহজাদা-এ গাউছুল আজম হযরত আলহাজ্ব শাহসুফী মাওলানা সৈয়দ সাইফুদ্দিন আহমদ আল হাসানী আল মাইজভান্ডারী (ম.জি.আ)। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা সৈয়দ মুফতি মুহাম্মদ অছিয়র রহমান আল কাদেরী (ম.জি.আ.)। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ মাওলানা বাকের আনসারী, অধ্যক্ষ মাওলানা ফরিদুল আলম, মাওলানা আব্দুল মান্নান প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক নিজামুল আলম রাজু। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক মোহাম্মদ সারওয়ার আলম, মোহাম্মদ ফারুক আজম, মোহাম্মদ সাইফুল আলম, মোহাম্মদ সাহিদুল আলম মনজুর আলমের দৌহিত্র নাভিদ আব্দুল্লাহ মনজুর। আহলে বায়তের স্মরণে আয়োজিত মাহফিলে বক্তাগণ বলেন, মুসলিম উম্মাহ’র জন্য এটা একটি শোকাবহ দিন। পৃথিবীর ইতিহাসে এটি আর একটি স্মরণীয় দিন। এই দিন মহানবির দৌহিত্র হযরত ইমাম হোসাইন (রা.) ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন। রাসূল (সা.) পরিবারের এই আত্ম ত্যাগ আজ বিশ্বব্যাপী চির স্মরণীয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফুটপাত থেকে ১০টি দোকানের বর্ধিত অংশ অপসারণ
পরবর্তী নিবন্ধপটিয়ায় সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা