রাসূল (দ.)’র পারিবারিক জীবন সুখী পরিবার গঠনের অতুলনীয় মডেল

দরবারে হাশেমীয়ায় সেমিনারে অধ্যক্ষ আবুল বয়ান

| বৃহস্পতিবার , ২২ অক্টোবর, ২০২০ at ১০:১৫ পূর্বাহ্ণ

পীরজাদা অধ্যক্ষ কাযী আবুল বয়ান হাশেমী বলেন, রাসূলে পাক (দ.)’র পারিবারিক জীবন সুখী ও সমৃদ্ধি পরিবার গঠনের অতুলনীয় মডেল। পরিবার হলো রাষ্ট্রের প্রথম ভিত্তি, পরিবার ও সমাজের সুসংঘবদ্ধ দৃঢ়তার উপর রাষ্ট্রে’র দৃঢ়তা ও স্থায়ীত্ব নির্ভরশীল। সমাজ ও রাষ্ট্রে’র অবক্ষয় শুরু হয় পারিবারিক অবক্ষয়ের মাধ্যমে। তিনি গতকাল বুধবার দরবারে হাশেমীয়া আলীয়া শরীফে আঞ্জুমানে মুহিব্বানে রাসূল (দ.) গাউছিয়া জিলানী কমিটির উদ্যোগে মিলাদুন্নবী (দ.) ময়দানে ঈদে মিলাদুন্নবী (দ.) শীর্ষক সেমিনারের পঞ্চম দিবসে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। এতে আলোচক ছিলেন, অধ্যক্ষ মাওলানা মোকাদ্দেসুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা সারওয়ার জাহান, শাহজাদা মাওলানা সৈয়দ মুহাম্মদ দস্তগীর বারী, মাওলানা সৈয়দ হাসান বারী, মাওলানা নজরুল ইসলাম আশরাফী মাইজভান্ডারী, মাওলানা ওমর ফারুক নঈমী, মাওলানা মাঈন উদ্দিন নূরী সিদ্দিকী আল কুরাইশী, শাহজাদা কাযী মাওলানা মুহাম্মদ আবুল এহছান হাশেমী, শাহজাদা মাওলনা কাযী মুহাম্মদ বোরহান উদ্দিন হাশেমী, মাওলানা মুহাম্মদ ইদ্রিছ আনছারী আলকাদেরী, মো. তৌহিদুল কাদের, মাওলানা আব্দুস শাকুর কাদেরী, সৈয়দ মুহাম্মদ খসরু বারী, হাফেজ মুহাম্মদ জানে আলম, মাওলানা মফিজ উদ্দিন আলকাদেরী, মাওলানা জামাল উদ্দিন আলকাদেরী, মাওলানা নেজাম উদ্দিন আশরাফী, মাওলানা মোরশেদ কাদেরী, মুহাম্মদ জালাল উদ্দিন আনোয়ারী, মাওলানা ইদ্রিচ আলম কাদেরী প্রমুখ। মাহফিল শেষে বিশেষ দোয়া মোনাজত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গোসাগরে লঘুচাপ, বন্দরে ৩নং স্থানীয় সতর্ক সংকেত
পরবর্তী নিবন্ধদুর্গাপূজায় রাউজান উদয়ন সংঘের ৬ দিনব্যাপী কর্মসূচি