আন্জুমানে রজভীয়া নূরীয়া ট্রাস্টের জেনারেল সেক্রেটারী অ্যাডভোকেট আব্দুর রশিদ দৌলতী বলেছেন, মানবজীবন নানা সমস্যায় ভরা। বঞ্চনা, বৈষম্য ও যাতনা মানবজীবনকে আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছে। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক সমস্যাসহ নানাবিধ সমস্যা থেকে নিষ্কৃতি পেতে হলে মহানবীর (দ) নির্দেশিত পথে প্রতিষ্ঠিত থাকতে হবে। মহানবীর (দ.) সামগ্রিক জীবনাদর্শ অনুসরণের মাধ্যমে সমস্যাগ্রস্ত দুর্বিষহ জীবন থেকে মুক্তি মিলতে পারে। তিনি ২৮ ফেব্রুয়ারী অক্সিজেনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে রজভীয়া নূরীয়া কমিটি কেন্দ্রীয় পরিষদের সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান মাহমুদুল হক রাজিবের সভাপতিত্বে ও মহাসচিব মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরীর সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন আন্জুমানে রজভীয়া নূরীয়া ট্রাস্টের অর্থ সচিব জহির আহমদ সওদাগর। উপস্থিত ছিলেন ভাইস চেয়ারমান মুহাম্মদ জাহেদুল হাসান রুবায়েত, মুহাম্মদ জাকারিয়া, মাওলানা মিনহাজ উদ্দিন সিদ্দিকী, মুহাম্মদ আয়ুব তাহেরি, নাজিম উদ্দীন নুরী, হাফেজ আবু সালেহ সাফওয়ান নুরী, মাস্টার মুহাম্মদ মাহফুজ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।