রাসুলের (সা.) আদর্শ অনুসরণ করে নবীপ্রেমের নজরানা পেশ করতে হবে

রাউজান কলেজ মাঠে ওয়াজ মাহফিলে আবদুল হাই নদভী | সোমবার , ২৯ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:০৭ পূর্বাহ্ণ

বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ রাউজান উপজেলা শাখার উদ্যোগে গত জুমাবার পবিত্র মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাউজান সরকারি কলেজ মাঠে আয়োজিত ওয়াজ মাহফিলে রাহবারে বায়তুশ শরফ আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী (মা.জি.) বলেন, নবীজির প্রতি ভালোবাসা হতে হবে নিখাদ, নির্ভেজাল। শুধু মুখে মুখে দাবি ওঠালেই প্রকৃত ভালোবাসা হয় না। জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসূলের আদর্শ অনুসরণ করে নবী প্রেমের নজরানা পেশ করতে হবে। আর তখনই সার্থক হবে পবিত্র মিলাদুন্নবী (সা.) পালন। তিনি বলেন, রাসুল (সাঃ) এর অনুসরণের মধ্য দিয়েই আল্লাহকে ভালোবাসার নিদর্শন সমুজ্জ্বল হয়। সুতরাং যে হৃদয়ে নবীজির প্রতি সম্মানবোধ নেই, মায়া ও অনুভূতির দৈন্যতা রয়েছে, সেই হৃদয়ে ঈমানের অস্তিত্ব থাকতে পারে না। মজলিসুল ওলামা বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার সমাজসেবা সম্পাদক মাওলানা মোহাম্মদ এখালুছুর রহমানের সভাপতিত্বে এবং বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ রাউজান উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন অর রশীদের সঞ্চালনায় ওয়াজ মাহফিলে বিশেষ অতিথি ছিলেন ডা. মোহাম্মদ ফারুক। স্বাগত বক্তব্য রাখেন বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ রাউজান উপজেলা শাখার সভাপতি মাস্টার শাহ আলম। শুভেচ্ছা বক্তব্য রাখেন বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদএর সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ ও রাউজান উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোহাম্মদ শাহজাহান মঞ্জুর, দুবাই আনজুমনে নওজোয়ানের সভাপতি মুহাম্মদ আবু ছালেহ। তাকরির পেশ করেন বায়তুশ শরফ আদর্শ কামিল (অনার্সমাস্টার্স) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু সালেহ মুহাম্মদ ছলিমুল্লাহ, মজলিসুল উলামা বাংলাদেশের মহাসচিব মাওলানা মামুনুর রশীদ নুরী, অধ্যাপক ড. মুহাম্মদ ওয়ালি উল্লাহ মুঈন, মাওলানা শরীয়ত উল্লাহ জিহাদি, মাওলানা লোকমান হাকিম, মাওলানা জিয়াউল হক আনসারি, মাওলানা আবুল কালাম প্রমুখ। সম্মানিত অতিথি ছিলেন হারুন শেঠ, এডভোকেট মিয়া আবদুর রহিম, অধ্যক্ষ হাফেজ মাওলানা ফোরকান আহমদ, মাওলানা সাইয়্যদুল হক, আরবী প্রভাষক মাওলানা আহমদ ছফা, হাফেজ মুফিজ উদ্দীন প্রমুখ। রাহবারে বায়তুশ শরফ বাদ মাগরিব রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ড মজলিস মিস্ত্রির বাড়িতে নবনির্মিতব্য মসজিদ বায়তুশ শরফের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

পূর্ববর্তী নিবন্ধদরবারে আজিজিয়ায় মিলাদ মাহফিল
পরবর্তী নিবন্ধদলিল লেখকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকতে হবে