মহান জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) স্মরণে গত ২৭ আগস্ট পটিয়া আমির ভাণ্ডার দরবার শরীফের শাহী ময়দানে ১২ দিনব্যাপি ঈদে মিলাদুন্নবী (সা.) ও সালাওয়াতে রাসুল মাহফিলের চতুর্থ দিবস শাহসুফি মাওলানা সৈয়দ মামুন রশিদ আমিরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এতে মেহমানে আলা হিসেবে উপস্থিত ছিলেন আওলাদে গাউসুল আজম শাহসুফী সৈয়দ সাইফুদ্দিন আহমেদ মাইজভাণ্ডারী। বিদেশ থেকে মেহমান ছিলেন ভারতের ইউপির কাসওয়াসা শরীফের আল্লামা শাহসুফী সৈয়দ ফয়জান আশরাফ আশরাফি জিলানী। আলোচক ছিলেন আল্লামা মুফতি সৈয়দ সাদেকুর রহমান হাশেমী, আল্লামা মুফতি সৈয়দ সাইফুল ইসলাম বারী, আল্লামা মুহাম্মদ মোকাররম নঈমী আমিরী, আল্লামা মুহাম্মদ নুরুল ইসলাম জিহাদী।
আওলাদে আমিরভাণ্ডারীর মধ্যে উপস্থিত ছিলেন আল্লামা শাহসুফি সৈয়দ মুহাম্মদ ফরিদুল আবছার আমিরভাণ্ডারী, শাহজাদা সৈয়দ মুহাম্মদ নুরুল হুদা আমিরী, মাওলানা সৈয়দ মুহাম্মদ আসরার এ আমির আমিরী, শাহজাদা মাওলানা সৈয়দ মোকাররম আমিরী, শাহজাদা মাওলানা সৈয়দ নঈমুল মোস্তফা আমিরী, শাহজাদা আলহাজ্ব সৈয়দ মোরশেদুজ্জমান আমিরী, শাহজাদা মাওলানা সৈয়দ মোদাচ্ছের রায়হান আমিরী, শাহজাদা মাওলানা সৈয়দ আশরাফুজ্জামান আমিরী ও শাহজাদা সৈয়দ মাহতাব হোছাইন আমিরী। অতিথি ছিলেন আল্লামা সাব্বির আহমদ ওসমানী, মুহাম্মদ নুরুল ইসলাম অডিটর, মুহাম্মদ সালাউদ্দিন, কাজী মুহাম্মদ শহীদুল্লাহ, মাওলানা মুহাম্মদ মোরশেদ কাদেরী, মুহাম্মদ শফিকুল আলম মাষ্টার, মুহাম্মদ নুরুল কবীর, মাওলানা মুহাম্মদ জিয়াউল হক আমিরী, মুহাম্মদ জহিরুল হক, মুহাম্মদ জানে আলম, মুহাম্মদ তৈয়বুর রহমান, মুহাম্মদ মোরশেদ আমিরী। হামদ ও নাত পেশ করেন মুহাম্মদ আসিফ রেজা নেজামি ও মুহাম্মদ তানভীর তারেক। সঞ্চালনায় ছিলেন শায়ের মুহাম্মদ মেরাজ রেজা কাদেরী। কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা মুহাম্মদ দেলাওয়ার হোসেন। মাহফিলে সৈয়দ সাইফুদ্দিন আহমেদ মাইজভাণ্ডারী বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সব কথা ও কাজ ছিল শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা ও আন্তরিকতায় পরিপূর্ণ। দুনিয়ার জীবনের উন্নত দিকনির্দেশনা। রাসুলের জীবনীর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। প্রেস বিজ্ঞপ্তি।