রাসুলের আদর্শ বাস্তবায়ন করতে পারলে শান্তি ফিরে আসবে

ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিলে বক্তারা

আজাদী ডেস্ক | সোমবার , ২৩ সেপ্টেম্বর, ২০২৪ at ৮:৫৭ পূর্বাহ্ণ

রাসুলের (সা.) আদর্শ বাস্তবায়ন করতে পারলে দেশে শান্তি ফিরে আসবে। মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর আদর্শ আমরা পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে চর্চা করতে পারলে দেশের কল্যাণ বয়ে আনবে। গতকাল নগরীর ফয়েসলেক যুব সমাজের উদ্যোগে আয়োজিত মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আওলাদে রাসুল, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব সাইয়্যেদ আনোয়ার হোসেন তাহের জাবেরী আল মাদানী এসব কথা বলেন।

আইল্যান্ড সিকিউরিটিস লিমিটেড চেয়ারম্যান মহিউদ্দীন এফসিএমএর সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন লেকভিও আবাসিক এলাকা জামে মসজিদের খতিব মাওলানা নুরুল আমিন মাহদী, আবদুল হামিদ জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা রেজাউল করিম, লেকভিও আবাসিক এলাকা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি ওমর ফারুক, ফয়েসলেক জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ সোলাইমানসহ অনেকেই। এতে উপস্থিত ছিলেন ফয়েসলেক লেকভিউ জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আলতাফ হোসেন, আলী আব্বাস জমিদার, মাহফিল পরিচালনা কমিটির আহবায়ক আবদুল মতিন চৌধুরী, মাহফিল পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক মোহাম্মদ মহিউদ্দিন, সদস্য মোঃ শিব্বির আহমেদ, মোঃ জসিম উদ্দিন ও আবু তাহেরসহ অনেকেই।

রাউজান হাসমত আলী জামে মসজিদ : রাউজান পৌরসভার সুলতানপুর ৬নং ওয়ার্ড ছিটিয়াপাড়া হাসমত আলী চৌধুরী জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে গত ১৯ পবিত্র ঈদে মিল্লাদুন্নবী (.) উদযাপন উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মসজিদের মতোয়াল্লী লোকমান হাকিম চৌধুরীর সভাপতিত্বে ও মোহাম্মদ নওশাদ চৌধুরীর সঞ্চালনায় মাহফিলে প্রধান আলোচক ছিলেন হাফেজ মাওলানা মুহাম্মদ রাশেদুল হাছান কাদেরী। বিশেষ আলোচক ছিলেন জামে মসজিদের খতিব মাওলানা আবদুল জলিল রেজভী। সম্মানিত অতিথি ছিলেন সমাজ সেবক আবু বকর সিদ্দিকী, স্লোগান সম্পাদক মোহাম্মদ জহির, মোহাম্মদ ওসমান চৌধুরী, আবু নাছের চৌধুরী, মাওলানা এমদাদুল ইসলাম চৌধুরী, রেজাউল হাকিম চৌধুরী। মাহফিল শেষে দেশ ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও কল্যান কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মাদারবাড়ী মুক্ত কন্ঠ ক্লাব : পবিত্র ঈদে মিলাদুন্নবী (.) উদযাপন উপলক্ষে মাদারবাড়ী মুক্তকন্ঠ ক্লাবের উদ্যোগে বাবুল মঝির ঘাট সমাজ উন্নয়ন পরিষদের সৌজন্যে গত ২১ সেপ্টেম্বর এলাকার গরীবদের মাঝে মাথাপিছু ৫ কেজি করে ১১০ পরিবারের সদস্যদের মাঝে চাল বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সহসভাপতি এড. মাহবুবুল আলম। এতে প্রধান অতিথি ছিলেন মাঝিরঘাট সমাজ উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু সারোয়ার বাবুল, বিশেষ অতিথি ছিলেন আয়াজ বাহাদুর, বীর মুক্তিযোদ্ধা মো. ইলিয়াস, বাইতুল ইজ্জত জামে মসজিদের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, মাঝির ঘাট সমাজ উন্নয়ন পরিষদের সহসভাপতি মোহাম্মদ সেলিম, ২৯ নং ওয়ার্ড বিএনপি সহ সভাপতি ওমর ফারুক রুবেল, সিজেকেএস কাউন্সিলর মো. মোশাররফ হোসেন লিটন, মুক্তকন্ঠ ক্লাবের সহ সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মো. হারুন অর রশীদ, মো. জহির মো. শাহাবুদ্দিন রুবেল ও আকিব।

তৈয়্যবীয়া ফার্ম : চট্টগ্রাম নগরীর স্টেশন রোডস্থ ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স তৈয়্যবীয়া ফার্ম’র উদ্যোগে প্রতিষ্ঠানটির কার্যালয়ে পবিত্র ঈদ মিলাদুন্নবী (.) উপলক্ষে খতমে বুখারী শরীফ অনুষ্ঠিত হয়। এতে মূখ্য আলোচকের বক্তব্য রাখেন প্রখ্যাত আলেমেদ্বীন আল্লামা হাফেজ আশরাফুজ্জামান আল কাদেরী। মেসার্স তৈয়্যবীয়া ফার্মের চেয়ারম্যান, ইমাম শেরে বাংলা (রহ.) সুন্নী ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক মুহাম্মদ আলী হোসেন আরিফের সভাপতিত্বে গত ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত মাহফিলে বরেণ্য আলেমগণের মধ্যে উপস্থিত ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নীয়া আলিয়ার অধ্যক্ষ আল্লামা হাফেজ আবদুল আলিম রেজভী, আল্লামা আবুল হাশেম শাহ, আল্লামা আবু তাহের কাদেরী, অধ্যাপক গোলাম মোস্তফা মুহাম্মদ নুরুন্নবী আল কাদেরী, মাওলানা ইলিয়াস আল কাদেরী, . আল্লামা লিয়াকত আলী আল কাদেরী, আল্লামা আলাউদ্দিন আল কাদেরী, আল্লামা ইউনুস রজভী, আল্লামা মুফতি ফরিদুল আলম রেজভী, আল্লামা জুলফিকার আলী, মাওলানা আবদুস সাত্তার নুরী, . মতিউর ইসলাম কাদেরী, মাওলানা তারিকুল ইসলাম, মাওলানা নাঈমুল হক, আলহাজ্ব মঞ্জুরুল হক চৌধুরী, বিশিষ্ট আইনজীবী এড. নাছির উদ্দিন, মুহাম্মদ আবদুর রহিম সওদাগর, শাহজাদা জোবাইদুল ফকির, শেখ হামিম রেজা, শেখ তোহা কাদেরী প্রমুখ।

রাউজানের পশ্চিম গুজরা : রাউজান প্রতিনিধি জানান, রাউজানের পশ্চিম গুজরা বায়তুল ফালাহ জামে মসজিদ কমিটির উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (.) উদযাপন উপলক্ষে গত ২০ সেপ্টেম্বর বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। প্রথম পর্বে সভাপতিত্ব করেন মনির আহমদ। প্রধান অতিথি ছিলেন সমাজ সেবক মোহাম্মদ নুর আহমদ। মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন হাজী মোহাম্মদ ইদ্রিস মিয়া। প্রধান অতিথি ছিলেন মাহবুল আলম। প্রকৌশলী আনোয়ারুল আজিমের সঞ্চালনায় এই মাহফিলে প্রধান বক্তা ছিলেন মাওলানা মোহাম্মদ সোলাইমান আলী রেজভী। বক্তব্য রাখেন মাহবুল আলম, মাওলানা মোহাম্মদ জিল্লুর রশীদ ফারুকী, মাওলানা মোহাম্মদ আবদুস সালাম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভা
পরবর্তী নিবন্ধচান্দগাঁওয়ে গৃহকর্মীর লাশ উদ্ধার