রাসুলবাগ বায়তুল মামুর মসজিদের সামনে থেকে ডাস্টবিন অপসারণ করা হোক

| শনিবার , ৪ অক্টোবর, ২০২৫ at ৬:১০ পূর্বাহ্ণ

আমি চট্টগ্রাম মহানগরের বাকলিয়া থানাধীন রাসুলবাগ এলাকার একজন বাসিন্দা। আমাদের এলাকার গুরুত্বপূর্ণ ধর্মীয় প্রতিষ্ঠান বায়তুল মামুর জামে মসজিদ যা এলাকার শত শত মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ আদায়সহ বিভিন্ন ধর্মীয় কার্যক্রমে ব্যবহার করেন তার ঠিক সামনেই এবং একর্ড গ্রীন ভিলেজ এর প্রবেশ পথে রাসুলবাগ এলাকার একটি ডাস্টবিন স্থাপন করা হয়েছে। প্রতিদিন সেখানে আবর্জনা ফেলা হচ্ছে, যা থেকে প্রচণ্ড দুর্গন্ধ ছড়াচ্ছে। আমাদের চলাচলে এবং শুক্রবার জুমার নামাজ আদায় করতে আসা মুসল্লিদের জন্য কষ্টদায়ক হয়ে উঠেছে।

মসজিদের সামনে ডাস্টবিন থাকা শুধু পরিবেশগতভাবেই নয়, ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও অযথোপযুক্ত এবং অশালীন। অনেক সময় ময়লা রাস্তার ওপর ছড়িয়ে পড়ে পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটায় এবং শিশুকিশোরদের স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। অতএব, এলাকাবাসীর পক্ষ থেকে সিটি কর্পোরেশন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি উক্ত ডাস্টবিনটি যেন অবিলম্বে অন্যত্র সরিয়ে মেয়ন ঘোষিত ডোর টু ডোর সার্ভিসের আওতায় এনে যথাযথ স্থানে ময়লা ফেলার জন্য পরিকল্পিত ও নিয়মিত ব্যবস্থা গ্রহণ করা হয়।

হাসান কুতুব

রাসুলবাগ, বাকলিয়া, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধআবুল হাশিম : অখণ্ড স্বাধীন বাংলার স্বপ্নদ্রষ্টা
পরবর্তী নিবন্ধঅনুভবে মানবিকতা চাই