মানবজাতি যত বার পথ হারিয়ে মহান আল্লাহর পথ থেকে দূরে গেছে ততবারই এক একজন পথ প্রদর্শক আল্লাহর পক্ষ থেকে জমিনে প্রেরিত হয়েছিলো। এমন এক বাস্তবতার নিরিখে আইয়্যামে জাহেলিয়ত যুগে ধরণীর বুকে শুভ আগমন হয়েছিলো প্রিয় নবীজির। যিনি মানুষকে এক আল্লাহর দাওয়াত দিয়ে ফিরিয়ে এনেছিলো শিরক থেকে তৌহিদের দিকে, আঁধার থেকে আলোর দিকে, অবিচার থেকে ইনসাফের দিকে, বৈষম্য থেকে সাম্যের দিকে, বন্দিদশা থেকে মুক্তির দিকে।
গত শুক্রবার আমিরাতের ইন্টারন্যাশনাল উইনার্স ক্লাবে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত শাখাসমূহের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল ও হযরত গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর বার্ষিক ফাতেহা শরীফ উপলক্ষে আয়োজিত মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন চট্টগ্রাম কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মোর্শেদ, আওলাদে রাসূল (দ.) আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী। এ সময় তিনি আরও বলেন, ইসলামের যে শাশ্বত সোনালী সৌন্দর্য আজ সবাই দেখছে তা প্রিয় নবীজির জীবনের আলো থেকে আলোকিত। প্রিয় নবীজির আগমনে আমরা কোরান পেয়েছি, নামাজ পেয়েছি, হাজার বছর থেকে উত্তম রাত্রি কদর পেয়েছি, লায়লাতুল নিসফে মিন শাবান পেয়েছি এত সব নিয়ামত যাকে আল্লাহ দান করেছেন উনার শান সম্মান এবং উনার আগমনের মুহুর্ত কতটা অমূল্য তা একমাত্র আল্লাহপাক জানেন। মৌলানা মুহাম্মদ হাসানের পবিত্র কোরআন থেকে তেলোয়াতের মাধ্যমে শুরু হওয়া মাহফিলে নাতে মোস্তফা (দ.) পেশ করেন মুহাম্মদ হাবীবুর রহমান মিনার ও পবিত্র খছিদা শরীফ পেশ করেন মুহাম্মদ বোরহান উদ্দীন ও মুহাম্মদ নুরুল আজিম ফারুক। এতে খলিফায়ে রাসুল (দ.) এর শান মোবারকে বিশেষ খছিদা শরীফ পেশ করেন মুহাম্মদ ফয়জুল আজিম সুমন। সাংগঠনিক তদারক পরিষদের সদস্য মুহাম্মদ আসিফ মুরাদ ও আল আবীর শাখার সাংগঠনিক সম্পাদক মাহামুদুল হাসান সাজ্জাদের যৌথ পরিচালনায় ও দুবাই কমিউনিটির আলহাজ্ব মুহাম্মদ হারুন এম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ মাহাবুবুল আলম বোগদাদী, মাওলানা মুহাম্মদ জাফর, মুহাম্মদ নুরুল আলম, মাওলানা মুহাম্মদ আবদুল কাদের সহ আমিরাতের বিশিষ্ট কমিউনিটির নেতৃবৃন্দ।
মধ্যপ্রাচ্যের দেশ সালতানাত অব ওমান এবং কাতারের বিভিন্ন শাখা সমূহের তরিক্বতপন্থিরা আমিরাতে অনুষ্ঠিত এ মাহফিলে লাইভে ভার্চুয়ালি যুক্ত ছিলেন। মাহফিল শেষে প্রধান অতিথি বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও উপস্থিত সকলের ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তি এবং কাগতিয়ার গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।












