রাষ্ট্রের মালিক আমরা,ভবিষ্যৎ আমরা ঠিক করব : আলী রীয়াজ

| সোমবার , ১২ জানুয়ারি, ২০২৬ at ৭:১০ পূর্বাহ্ণ

গণভোট সবার সামনে সুযোগ তৈরি করেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেছেন, দেশের মালিক নাগরিকরা। আসুন, আমরা সবাই মিলে বলিএই রাষ্ট্রের মালিক আমরা। আমরা এর ভবিষ্যত ঠিক করে দেব। এটাই সুযোগ। এই সুযোগ প্রতিদিন আসবে না। খবর বিডিনিউজের। আলী রীয়াজ বলেন, প্রতি পাঁচ বছরে প্রতিনিধি বদল হবে অথবা হবে না। আপনারা সংখ্যাগরিষ্ঠ জনগণ যদি চান অবশ্যই থাকবে। না চাইলে থাকবে না। তাদের পাঁচ বছরের রাস্তাটা আমরা সকলে মিলে বলে দেই। তিনি বলেন, অতীতে যেসব গণভোট হয়েছে। সেগুলোর আগে সিদ্ধান্ত হয়েছে, পরে সম্মতি চাওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধনজীর আহমদ শাহ’র ৬৬তম ওরস কাল
পরবর্তী নিবন্ধধলই শিক্ষা পরিবারের অভিষেক ও শিক্ষক সমাবেশ ১৫ জানুয়ারি