গণভোট সবার সামনে সুযোগ তৈরি করেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেছেন, দেশের মালিক নাগরিকরা। আসুন, আমরা সবাই মিলে বলি–এই রাষ্ট্রের মালিক আমরা। আমরা এর ভবিষ্যত ঠিক করে দেব। এটাই সুযোগ। এই সুযোগ প্রতিদিন আসবে না। খবর বিডিনিউজের। আলী রীয়াজ বলেন, প্রতি পাঁচ বছরে প্রতিনিধি বদল হবে অথবা হবে না। আপনারা সংখ্যাগরিষ্ঠ জনগণ যদি চান অবশ্যই থাকবে। না চাইলে থাকবে না। তাদের পাঁচ বছরের রাস্তাটা আমরা সকলে মিলে বলে দেই। তিনি বলেন, অতীতে যেসব গণভোট হয়েছে। সেগুলোর আগে সিদ্ধান্ত হয়েছে, পরে সম্মতি চাওয়া হয়েছে।












