রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনের প্রিমিয়ার ভার্সিটির আমেরিকান কর্নার পরিদর্শন

| বুধবার , ২৮ জানুয়ারি, ২০২৬ at ১১:০০ পূর্বাহ্ণ

আমেরিকান রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন প্রিমিয়ার ইউনিভার্সিটিতে অবস্থিত আমেরিকান কর্নার গতকাল মঙ্গলবার পরিদর্শন করেছেন।পরিদর্শনকালে আমেরিকান রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সঙ্গে প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন এবং উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদিরের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। তাঁরা রাষ্ট্রদূতকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং আমেরিকান কর্নারের কার্যক্রম সম্পর্কে তাঁকে অবহিত করেন। এসময় উপস্থিত ছিলেন রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির এবং আমেরিকান কর্নারের লিগ্যাল মেইন কন্টাক্ট সাদাত জামান খান। পরিদর্শনকালে শিক্ষা, গবেষণা, সাংস্কৃতিক বিনিময় ও শিক্ষকশিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে আমেরিকান কর্নারের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। আমেরিকান রাষ্ট্রদূত প্রিমিয়ার ইউনিভার্সিটিতে অবস্থিত আমেরিকান কর্নারের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকুষ্ঠ কোনো ছোঁয়াচে রোগ নয় এবং এটি অভিশাপও নয়
পরবর্তী নিবন্ধপ্রথমবার অস্ট্রেলিয়ান ওপেনের সেমি-ফাইনালে আলকারাস