হারামি
কেউ গালি দেয়, কেউ তালি দেয়
বুঝি সমাজের হালচাল,
সংকট বাড়ে মধ্যবিত্তে
আওতায় নেই ডাল চাল।
কোষাগারে নেই কাঙ্ক্ষিত টাকা
রোষানলে পড়ে কেউ কেউ
দূরে থেকে কেউ উস্কানি দেয়
সুরে সুরে করে ঘেউ ঘেউ।
হারামজাদারা হারামি করবে
বদনাম করে বেড়াবে,
খাওয়াও ওদের হজম হয় না
এ-ঘরে ও-ঘরে ‘ছেড়াবে’।