রাশেদ রউফ এর অন্ত্যমিল

তোষামোদ

| সোমবার , ৭ মার্চ, ২০২২ at ৭:৫৫ পূর্বাহ্ণ

যত রকমের প্রশংসা হোক
যত না সম্ভাষণ
অনুদার যারা অনুদারই থাকে
ছোটো করে রাখে মন।

যত রোগ-শোক, যত দুর্ভোগ
যত না নির্যাতন-
সকল কিছুকে ছাপিয়ে বলবো
অনন্যসাধারণ।

আমাদের আছে নানা পরিচয়
‘সখিনা জরিনা মলকা’ না-
তোষামোদে আছি, অকারণে নাচি
কখনো বা হই দলকানা।

পূর্ববর্তী নিবন্ধ৭ই মার্চের ভাষণ: কালজয়ী ঐতিহ্যের নবদিগন্ত
পরবর্তী নিবন্ধদুই চাকায় বাদাবনের সমীপে