রাশেদ রউফ-এর অন্ত্যমিল

| সোমবার , ১০ নভেম্বর, ২০২৫ at ৬:২৭ পূর্বাহ্ণ

গতি

চেয়ারের সাথে টাকাও জড়িত

টাকা ছাড়া সব ফাঁকা

টাকাহীন লোক কাকা মামাহীন

পথ যেন আঁকাবাঁকা।

হাত খালি হলে হাত তালি নেই

জীবন ওঠে না জাতে

বাহারের কথা বাদই দিলাম

ভাতও জোটে না পাতে।

টাকা পেলে তাই সমান গতিতে

শাঁই শাঁই ছোটে মন

টাকার জন্যে হন্যে অনেকে

অস্থির জনগণ।

পূর্ববর্তী নিবন্ধবিএসআরএমের “সমৃদ্ধির পথে একসাথে” শীর্ষক মতবিনিময়
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের সিনেমা হল: স্মৃতি, শূন্যতা ও পুনর্জন্মের আহ্বান