গতি
চেয়ারের সাথে টাকাও জড়িত
টাকা ছাড়া সব ফাঁকা–
টাকাহীন লোক কাকা মামাহীন
পথ যেন আঁকাবাঁকা।
হাত খালি হলে হাত তালি নেই
জীবন ওঠে না জাতে–
বাহারের কথা বাদ–ই দিলাম
ভাতও জোটে না পাতে।
টাকা পেলে তাই সমান গতিতে
শাঁই শাঁই ছোটে মন–
টাকার জন্যে হন্যে অনেকে
অস্থির জনগণ।











