মুখে আর বুকে
এক থাকা চাই
মুখে বলবেন এক কথা আর
কাজ করবেন ভিন্ন
তারা হতে পারে আদর্শ কারো?
হতে পারে শুধু ঘৃণ্য।
উপরে উপরে সমপ্রীতি আর
আলাদা চিত্র ভিতরের
বেশভূষা থাকে ভদ্রলোকের
কাজ দেখি সব ইতরের।
কে হবে সবার আদর্শ আর
কে হবে ত্যাজ্য-বোঝা দায়
এতো মানুষের ভিড়ের মধ্যে
আসল মানুষ খোঁজা যায়?
মুখে আর বুকে এক থাকা চাই
এক থাকা চাই কর্মে
তাঁরাই থাকেন পূজনীয় হয়ে
তাঁরাই থাকেন মর্মে।