রাশেদ রউফ-এর অন্ত্যমিল

| সোমবার , ১৩ অক্টোবর, ২০২৫ at ৮:১৮ পূর্বাহ্ণ

কোন্দল

দলের ভেতর দ্বন্দ্বভারি

দলের ভেতর মারামারি

দলের ভেতর অস্ত্রবাজি

দলের ভেতর খুন

খুনখারাবির রিহার্সেলে

অর্জিত হয় গুণ।

এক হাতে আজ বোমার কৌটা

এক হাতে পিস্তল,

বোমাবাজি অস্ত্রবাজি

এখনকার সম্বল।

ভাই যদি হয় ভাইয়ের শত্রু

সামনে চলা দায়,

ঘরের ইঁদুর কাটলে বেড়া

ঘর কি রাখা যায়?

পূর্ববর্তী নিবন্ধসাধকের বংশে সাধক : সব্যসাচী সুফি সাধক ও সুফিতত্ত্ব বিশ্লেষক দরবেশ মাওলার স্মরণে
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে এনসিপির উঠান বৈঠক