রাশেদ রউফ-এর অন্ত্যমিল

| সোমবার , ১১ আগস্ট, ২০২৫ at ৬:২২ পূর্বাহ্ণ

কাদা ছোঁড়াছুঁড়ি

পেটে নেই ভাত

মাথায় দু’হাত

কাপড়ও পাই না পিন্ধনে

এসবের ধার

ধারে না সবাই

ফুঁসে ওঠে শুধু ইন্ধনে।

এক দল যদি

বিপ্লবী সাজে

অন্যটি সাজে জাম্বু,

একটি পক্ষ

থুতু ছুঁড়ে মারে

অন্যরা দেয় বাম্বু।

এদের মধ্যে কাদা ছোঁড়াছুঁড়ি

কেউ কেউ থাকে পক্ষে

ওরা তালি দেয়, ওরা গালি দেয়

তীর ছুটে আসে বক্ষে।

পূর্ববর্তী নিবন্ধদূরের দুরবিনে
পরবর্তী নিবন্ধগুজরাট