নিরাপত্তা
যে যেভাবে চলে চলুক
আপত্তি নেই কোনো
আমরা যারা আমজনতা
একটা দাবি শোনো–
আইনশৃঙ্খলা অটুট থাকুক
জীবন হোক নির্ভয়
ভয়কে যেন চলায় বলায়
করতে পারি জয়
প্রত্যাশা নেই বেশি কিছু
তেমন চাওয়ার নাই
বেঁচে থাকার জন্য শুধু
নিরাপত্তা চাই।
| সোমবার , ১৯ মে, ২০২৫ at ৮:২৯ পূর্বাহ্ণ