নিয়ম–নীতি
যে–যার মতো বলছে এখন
যে–যার মতো হাঁটছে
আলো এবং অন্ধকারে
সময়গুলো কাটছে।
দ্বন্দ্ব বাড়ছে, খুন বাড়ছে
মন্দরা কেউ টানছে
বিবেক–বুদ্ধি লোপ পাচ্ছে
যুক্তিও হার মানছে।
যতই করি হম্বিতম্বি
যতই দেখাই শক্তি
উধাও এখন নিয়ম–নীতি
উধাও শ্রদ্ধা ভক্তি।