আমরা হলাম এমন জাতি
আমরা হলাম এমন মানুষ
নিজকে অকাজে ‘বিজি’ করি
উল্টা–পাল্টা যতই ঘটুক
বসের সামনে ‘জ্বি জ্বি’ করি
যে লোক আমার অবাধ্য নয়
তাকেই আমরা ‘ডিজি’ করি।
আমরা হলাম এমন জাতি
আজকে ধরলে কালকে ছাড়ি
স্বার্থ দেখেই উঠবো বসবো
স্বার্থ দেখেই সাগর পাড়ি।
বিবেক–রুচির ধার ধারি না
নিজের পায়েই কুড়াল মারি।