রাশেদ রউফ – এর অন্ত্যমিল

| সোমবার , ১৩ জানুয়ারি, ২০২৫ at ৮:৪৬ পূর্বাহ্ণ

জনগণ বোকা নয়

কেউ ভাবে ভোট নিয়ে

কেউ ভাবে জোট নিয়ে

কেউ কেউ ভাবে বসে

কড়কড়ে নোট নিয়ে।

 

কারা থাকে নিরিবিলি

কারা থাকে আদরে

কারা থাকে কারা ছিল

ক্ষমতার পা ধরে?

 

কারা পায় আদালতে

মৃত্যুর দণ্ড

কারা চায় ভালোবাসা

হয়ে যাক পণ্ড?

 

জনগণ সব জানে

ওরা ততো বোকা নয়

মারপ্যাঁচ সব বোঝে

না বোঝার খোকা নয়।

পূর্ববর্তী নিবন্ধবিএনপির হাতেই দেশ ও জনগণ নিরাপদ : আবু সুফিয়ান
পরবর্তী নিবন্ধএকটি করুণ অধ্যায়ের যবনিকাপাত