তারাই করে ক্ষতি বেশি
যার যে–রকম ভালো লাগে
সে সে–রকম চলছে এখন
চক্ষু–লজ্জা শিকেয় তুলে
হাছা–মিছা বলছে এখন।
যে আমাকে সাহায্য দেয়
ঢালছে তার অর্থ–কড়ি
তার জন্য কৃতজ্ঞ নই
উল্টো এখন গর্ত করি।
সবচে’ কাছের মানুষ কারা
যাদের বলি প্রতিবেশী
কিন্তু দেখি চতুর্দিকে
তারাই করে ক্ষতি বেশি।