রাশেদ রউফ-এর অন্ত্যমিল

| সোমবার , ৭ অক্টোবর, ২০২৪ at ৫:৪১ পূর্বাহ্ণ

পেটে ক্ষুধা

এদিকে গেলেই সেই রেগে যায়

ওদিকে গেলেই ওরা ব্যথা পায়

কাকে কাকে তুষি, কাকে করি খুশি

চিন্তায় কাটে দিনটাই

হাসি রাশি রাশি ভালোবাসাবাসি

হলো নাকি সব ছিনতাই!

কী যে চলে পাশে বুঝি না পষ্ট

বুঝতে গেলেই পাই কী কষ্ট

দুর্মূল্যের এ বাজারে বড়

কষ্টে নিজেকে সামলাই

পেটে ক্ষুধা নিয়ে মোকাবেলা করি

জীবনের সব ঝাম্‌লাই।

পূর্ববর্তী নিবন্ধবধ্যভূমিতেই হোক শহীদ মিনার ও চট্টগ্রাম মুক্তিযুদ্ধ জাদুঘর
পরবর্তী নিবন্ধগানের ভুবন