রাশেদ রউফ – এর অন্ত্যমিল

| সোমবার , ২৯ জুলাই, ২০২৪ at ১০:৪৭ পূর্বাহ্ণ

উদ্বেগে আর উৎকণ্ঠায়

কোথায় চলে যুদ্ধ বিবাদ

কোথায় চলে তর্ক রে

কে এখানে আপস করে

কে ওখানে দর করে।

বুঝতে কারো হয় না কষ্ট

উড়ছে টাকা কড়কড়ে

বুঝতে পারি কার বাড়িতে

কে শান্তির ঘর করে।

আমরা জানি অস্থিরতায়

অসুরশক্তি ভর করে

উদ্বেগে আর উৎকণ্ঠায়

তাই কখনো ডর করে।

পূর্ববর্তী নিবন্ধষোলশহর ওয়ার্ডে কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন
পরবর্তী নিবন্ধসমকালীন ভাবনায় পাঁচ জন শিল্পীর চিত্র প্রদর্শনী