বুকে নিয়ে আশা
যার যত ভাব
তার তত লাভ
শ্রম দিতে হবে কর্মে,
শ্রমহীন দিন
মূল্যবিহীন
বুঝবে মর্মে মর্মে।
কেউ থাকে সুরে
কাছে কিবা দূরে
নিষ্ঠার সাথে কাজ করে,
কারো দিন যায়
ঘৃণা–নিন্দায়
খালি খালি গালি ভাঁজ করে।
অলস মানুষ সমাজের বোঝা
কারো কাছে তার দাম নেই,
বুকে নিয়ে আশা
আর ভালোবাসা
হেঁটে যেতে হবে সামনেই।