যুগটা এমন
চাল ফুরালো
ডাল ফুরালো
রান্না হবে কী?
গান ফুরালো
পান ফুরালো
চুপসে রয়েছি।
দাম বাড়লো জিনিসপত্রের
ঘাম বাড়লো গায়ের-
যুগটা এমন সঙ্গতি নেই
ব্যয়ের সঙ্গে আয়ের।
রাত কাটে তো দিন কাটে না
দিন কাটে তো রাত-
মূল্য কমুক আঁধার কেটে
আসুক সুপ্রভাত।