তাঁরা
বাংলাদেশের কোন্টা বেঠিক
কোন্টা আবার ঠিক
ঢোল পিটিয়ে জানিয়ে দেন
দাতা–কূটনীতিক।
তাদের চাপে তক্ত কাঁপে
কারো কারো রক্ত কাঁপে
আড্ডা আলোচনায় ওঠে
চায়ের কাঁপে ঝড়,
শাঁ শাঁ করে তাঁরা আসেন
লাগিয়ে ভয়–ডর।
চোখ রাঙিয়ে কথা বলেন
জাগান নতুন বোধ
সরকারি দল বিরোধী দল
করেন তোষামোদ।
বাংলাদেশের জনগণের
কোথায় আছে দাম!
তাঁরা বললেই বাপ ডাকা হয়
তাঁরা বললেই মাম্।