রাশেদ রউফ-এর অন্ত্যমিল

| সোমবার , ১২ জুন, ২০২৩ at ৫:৩৭ পূর্বাহ্ণ

অর্থ ছাড়া জীবন যেন

কোথায় নীতিনৈতিকতা

চলছে শুধু গায়ের জোর

সব ধরনের কর্মকাণ্ডে

সামনে আসে আয়ের জোর।

পদপদবি টাকায় মেলে

চাকায় মেলে বিত্তযশ

অর্থবৈভব না থাকলে

যায় হারিয়ে চিত্তযশ।

অর্থ ছাড়া জীবন যেন

মরা নদীঅর্থহীন

অর্থ পেলেই জীবনটা হয়

মসৃণ এবং গর্তহীন।

তাই অনেকে সকাল বিকাল

প্রণাম করে অর্থকে

বাধ্য হয়ে ধারণ করে

সকল রকম শর্তকে।

পূর্ববর্তী নিবন্ধআগ্রাবাদে এয়ার এ্যাস্ট্রার সেলস অফিস উদ্বোধন
পরবর্তী নিবন্ধঅন্যরকম সুখ