রাশিয়ায় জলবায়ু সংক্রান্ত অলিম্পিয়াডে তাসিনের স্বর্ণপদক জয়

| সোমবার , ২২ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:৩৩ পূর্বাহ্ণ

রাশিয়ায় জলবায়ু সংক্রান্ত অলিম্পিয়াড অন ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল ইস্যুজ বিষয়ক আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের তাসিন মোহাম্মাদ স্বর্ণপদক জয় করেছেন। রাশিয়ার সোচিতে ১৩২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বাংলাদেশের পক্ষে পাঁচজন তরুণ সদস্য অংশ নেন। এ প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের হাইস্কুল শিক্ষার্থীরা একত্রিত হয়ে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ নিয়ে বাস্তব সমস্যার সমাধান করেন। বিশ্বমঞ্চের এ প্রতিযোগিতায় বাংলাদেশের টিম লিডার ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির ফারহান মাসুদ তাসিন। অংশগ্রহণকারী মধ্যে রয়েছেন রাজধানীর ভাষানটেক সরকারি কলেজের মাহদি বিন ফেরদৌস, বিয়াম মডেল স্কুল এন্ড কলেজের তাসিন মোহাম্মাদ, রাজশাহী কলেজিয়েট স্কুলের মোঃ নূর আহমেদ ও চাঁপাইনবাবগঞ্জ হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের মোঃ আশিকুর রহমান। বাংলাদেশের প্রতিনিধিরা এ প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের অংশগ্রহণকারীদের সাথে বিষয়ভিত্তিক চিন্তাউদ্দীপক গবেষণা বিষয়ে আলোচনায় অংশ নেন। প্রকল্প উৎসবে শিক্ষার্থীরা আত্মবিশ্বাসের সাথে তাদের উদ্ভাবনী প্রকল্পটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে উপস্থাপন করেন। পাশাপাশি সেখানে অন্যান্য দেশের প্রতিযোগীদের সাথে পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় দলীয় উপস্থাপনায় তারা নিষ্ঠা ও দক্ষতার পরিচয় দেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআর্তমানবতার সেবায় কাজ করছে ছালেহ্‌ জহুর ওয়াজেদী ফাউন্ডেশন
পরবর্তী নিবন্ধনবীর (দ.) আদর্শ অনুসরণের মধ্যেই রয়েছে প্রকৃত শান্তি ও মুক্তি