রাশিয়া কর্তৃপক্ষ শনিবার সে দেশে ২৪ ঘণ্টায় এক লাখ ১৩ হাজার ১২২ জন নতুন রোগী শনাক্তের খবর দেয়। করোনাভাইরাসের দ্রুত সংক্রামক ধরন ওমিক্রনের কারণে এমনটা হয়েছে বলে জানান দেশটির করোনাভাইরাস টাস্কফোর্স। এদিন মারা গেছেন ৬৬৮ জন। রয়টার্সের হিসাব অনুযায়ী, গত শুক্রবার রাশিয়ায় কোভিড-১৯ এ মোট মৃত্যু সাত লাখ ছাড়িয়ে যায়। যুক্তরাষ্ট্রের পর যা দ্বিতীয় সর্বোচ্চ। খবর বিডিনিউজের। রাশিয়ান ফেডারেশন ফেডারেল স্টেট স্ট্যাটিস্টিকস সার্ভিসের নতুন তথ্যের ভিত্তিতে হিসাব জানাচ্ছে, রাশিয়ায় কোভিড-১৯ এ মৃত্যু ৭ লাখ ছাড়িয়ে গেছে। শুক্রবার দেশটিতে মহামারীতে মৃত্যু দুঃখজনক এ মাইলফলক পার হয়েছে বলে জানিয়েছে। এদিন রোসট্যাট জানিয়েছে, ডিসেম্বরে কোভিডে অথবা কোভিডজনিত কারণে দেশজুড়ে ৫৪ হাজার ৬৩০ জনের মৃত্যু হয়েছে, এর আগে নভেম্বরে করোনাভাইরাসে মাসিক মৃত্যু রেকর্ড উচ্চতায় পৌঁছে ৯০ হাজারের কাছাকাছি চলে গিয়েছিল আর তাতে যুক্তরাষ্ট্রের পর মহামারীতে বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর দেশ হয়ে দাঁড়িয়েছে রাশিয়া।












