রাশিয়ায় করোনাভাইরাসে মৃত্যু ৬ লাখ ছাড়াল

| শুক্রবার , ২৪ ডিসেম্বর, ২০২১ at ১০:৩৭ পূর্বাহ্ণ

করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের বিস্তার রুখতে হিমশিম খাওয়া রাশিয়ায় কোভিডে মৃত্যু ৬ লাখ ছাড়িয়েছে বলে দেশটির দুটি সরকারি সংস্থার তথ্যের উপর ভিত্তি করে করা রয়টার্সের এক হিসাবে উঠে এসেছে। খবর বিডিনিউজের।
তাদের হিসাবে করোনাভাইরাসে সবচেয়ে বেশি মৃত্যু দেখা দেশগুলোর তালিকায় রাশিয়ার অবস্থান এখন তিন নম্বরে। সবার উপরে থাকা যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৮ লাখ ১৩ হাজারের কাছাকাছি মানুষের মৃত্যু হয়েছে, ব্রাজিলে প্রাণ গেছে ৬ লাখ ১৮ হাজার মানুষের। রয়টার্সের হিসাব অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত রাশিয়ায় কোভিডে মৃত্যু হয়েছে ৬ লাখ ৪৩৪ জনের। অন্যান্য দেশে করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টকে দ্রুতগতিতে ছড়াতে দেখা গেলেও রাশিয়ায় এখনও নতুন এ ধরনটি প্রভাবশালী হয়ে উঠতে পারেনি। চলতি সপ্তাহ পর্যন্ত দেশটিতে মাত্র ৪১ জনের দেহে ওমিক্রন পাওয়া গেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

পূর্ববর্তী নিবন্ধহংকং বিশ্ববিদ্যালয় থেকে সরানো হল তিয়েনআনমেন স্কয়ারের ভাস্কর্য
পরবর্তী নিবন্ধহালিশহর দরবারের পীরের মায়ের ইন্তেকাল