রাশিয়ার সঙ্গে পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি

মেয়াদ বাড়াতে চান বাইডেন

| শনিবার , ২৩ জানুয়ারি, ২০২১ at ১১:৪৮ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার সঙ্গে পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির মেয়াদ আরও ৫ বছর বাড়াতে আগ্রহী বলে জানিয়েছে হোয়াইট হাউস। নিউ স্টার্ট (স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশান ট্রিটি) নামে এ চুক্তিটির মেয়াদ চলতি বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শেষ হওয়ার কথা, মেয়াদ বাড়লে এটি ২০২৬ পর্যন্ত বলবৎ থাকবে। বাইডেনের এ সিদ্ধান্তকে তার প্রশাসনের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রথম বড় ধরনের সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেছেন, নিউ স্টার্ট ট্রিটিকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থে গুরুত্বপূর্ণ মনে করেন প্রেসিডেন্ট বাইডেন। এবং রাশিয়ার সঙ্গে এখনকার বাজে সম্পর্কের মধ্যে এই মেয়াদ বাড়ানো আরও জরুরি। বাইডেন মার্কিন গোয়েন্দাদেরকে সোলার উইন্ডস সাইবার হ্যাকিং, ২০২০-র নির্বাচনে রুশ হস্তক্ষেপ, রাশিয়ার বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনিকে হত্যাচেষ্টা এবং আফগানিস্তানে মার্কিন সেনাদের হত্যায় পুরস্কার দেওয়ার অভিযোগগুলো খতিয়ে দেখারও নির্দেশ দিয়েছেন বলে সাকি জানিয়েছেন। ফেব্রুয়ারির ৫ তারিখে মেয়াদ শেষ হতে যাওয়া নিউ স্টার্ট ট্রিটি অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কেউই এক হাজার ৫৫০টির বেশি কৌশলগত পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করতে পারত না।

পূর্ববর্তী নিবন্ধকর্ণাটকের পাথর কোয়ারিতে ডিনামাইট বিস্ফোরণে নিহত ৮
পরবর্তী নিবন্ধকোভিড মোকাবেলায় বাইডেনের ১০ নির্বাহী আদেশ