রাশিয়ার ব্যবসায়িক মিত্রদের ওপর নিষেধাজ্ঞা সমর্থন করে ৬২% মার্কিনি : জরিপ

| বৃহস্পতিবার , ২৮ আগস্ট, ২০২৫ at ৫:২৭ পূর্বাহ্ণ

রাশিয়ার ব্যাসায়িক মিত্রদের ওপর নিষেধাজ্ঞা আরোপের পক্ষে অধিকাংশ মার্কিনি, যাতে মস্কোকে চাপে ফেলে ইউক্রেন যুদ্ধ শেষ করতে বাধ্য করা যায়। খবর বিডিনিউজের।

এমন তথ্য উঠে এসেছে রয়টার্স/ইপসোসের নতুন এক জরিপে। রোববার শেষ হওয়া তিনদিনের জরিপে অংশ নেওয়া ৬২ শতাংশ উত্তরদাতা বলেছেন, তারা রাশিয়ার সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপকে সমর্থন করেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আংশিকভাবে এই কৌশল গ্রহণ করেছেন।

ইতোমধ্যে তিনি ভারতের রুশ তেল আমদানির বিরুদ্ধে শুল্ক আরোপ করেছেন এবং হুঁশিয়ার করে বলেছেন, প্রয়োজনে চীন, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাতসহ আরও দেশকেও এ নিষেধাজ্ঞার আওতায় আনা হবে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন শুরু করে রাশিয়া।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় এই সংঘাতে এখন পর্যন্ত উভয়পক্ষ মিলিয়ে ১০ লাখেরও বেশি মানুষ নিহত বা আহত হয়েছে বলে ধারণা বিশ্লেষকদের। নিহতদের মধ্যে হাজারো ইউক্রেনীয় রয়েছেন। সমপ্রতি আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ট্রাম্প। তবে যুদ্ধবিরতির লক্ষ্যে তার প্রচেষ্টা এখনও সফল হয়নি। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী, প্রথম দিনেই যুদ্ধ থামানোর কথা বলেছিলেন তিনি।

রয়টার্স/ইপসোস এর নতুন জরিপে দেখা গেছে, ট্রাম্পের রিপাবলিকান সমর্থকদের মধ্যে ৭৬ শতাংশ রাশিয়ার বাণিজ্য মিত্রদের ওপর নিষেধাজ্ঞার পক্ষে। ডেমোক্র্যাটদের মধ্যেও সংখ্যাগরিষ্ঠ, প্রায় ৫৮ শতাংশ, একই অবস্থান নিয়েছেন। প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিকদের মধ্যে ১,০২২ জনের ওপর চালানো জরিপে সার্বিকভাবে তিন শতাংশ পয়েন্ট এবং রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের ক্ষেত্রে ছয় শতাংশ পয়েন্ট পর্যন্ত ত্রুটি থাকার কথা জানিয়েছে রয়টার্স/ইপসোস।

পূর্ববর্তী নিবন্ধযোগ্য শিক্ষক নিয়োগ না করলে যোগ্য শিক্ষার্থী বের হবে না
পরবর্তী নিবন্ধদেওয়ান বাজার ওয়ার্ড জামায়াতের কর্মী শিক্ষা বৈঠক